বোর্ড সভায় বসছে বিসিবি, আসতে পারে যেসব সিদ্ধান্ত

ছয় মাসের দীর্ঘ নিরবতা শেষে আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মেয়াদোত্তীর্ণ নির্বাচক কমিটি, ভারত বিশ্বকাপের ব্যর্থতা, শেখ হাসিনা স্টেডিয়ামসহ একাধিক বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল ৪টায় শুরু হবে বোর্ড মিটিং। আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। সাকিব-নান্নুর ভবিষ্যৎসহ বেশ কিছু বড় সিদ্ধান্ত আসছে বাংলাদেশের ক্রিকেটে। এর বাইরে কোচ নিয়োগ ও তাদের পদবি ঠিক করা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারী বিশ্বকাপ আয়োজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবারের মিটিংয়ে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.