সিলেটে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ

নানান নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং ও বোলিং কোচ। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। অন্যদিকে নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম্প।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) প্রধান কোচ ডেভিড হেম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৩ সালের মে থেকে এইচপি প্রধান কোচ হিসাবে কাজ করছেন তিনি। এ ছাড়া গত বছর নিউজিল্যান্ডে খন্ডকালীন ব্যাটিং কোচ হিসাবে জাতীয় দলের সঙ্গে সফর করেছিলেন। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকেও জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুজনেই দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন।

আগামী ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।

এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.