‘অভিমানে’ আর্চারিকে বিদায় জানালেন রোমান সানা

অভিমান করে বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। হুট করে তার এমন সিদ্ধান্ত নেওয়ায় হতবাক ক্রীড়াপ্রেমীরা। অবশ্য, গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন তিনি। নিজের সিদ্ধান্ত চিঠি আকারে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকেও জানিয়েছেন।

দেশের একমাত্র আর্চার হিসেবে অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ পাওয়া রোমানের হাত ধরে অনেক সাফল্য এসেছে। ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বিশ্ব, এশিয়া ও দক্ষিণ এশিয়ার আর্চারিতে সাফল্য দিয়েই নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন। বয়স এখন মাত্র ৩০। এই বয়সেই খেলা ছাড়ার এই সিদ্ধান্ত কেন?

রোমান না খেলার বিষয়ে বলেছেন, ‘আর জাতীয় দলের হয়ে খেলব না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারব। কিন্তু কিসের আশায় খেলবো? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আর্চারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।’

গত কিছু দিন থেকেই রোমানের পারফরম্যান্স সেভাবে ভালো হচ্ছে না। এরপর যোগ হয়েছে চোট। প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও গত বছর থাইল্যান্ডে ভালো কিছু করতে পারেননি। এর আগে টঙ্গীতে সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন।

নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমিয়ে আনে ফেডারেশন কর্মকর্তারা। যদিও সেই ধাক্কা সামলে আবারও তির-ধনুকে নজর দিতে চেয়ে আগের ফর্মে ফিরতে পারছেন না। এখন দেখার অপেক্ষা ফেডারেশনের হস্তক্ষেপে রোমান সানা ফিরে আসেন কিনা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.