আইসিসির নীতির বিরুদ্ধে বোমা ফাটাল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্ব ক্রিকেটে একসময় বেশ দাপুটে দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। তবে এখন তাদের অবস্থা বেশ শোচনীয়। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি দলটি। ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থার জন্য আইসিসিকে দায়ী করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) প্রধান নির্বাহী জনি গ্রেভ।

সম্প্রতি উইজডেন ক্রিকেট মান্থলির পডকাস্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অনেক বিষয় নিয়ে আলাপ করেন সিডব্লুআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভ। এসময় তিনি বলেছেন, তিনি বলেন, ‘আমরা অনুভব করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেন আর শক্তিশালী না হয়ে উঠতে পারে সেটার জন্য বিশ্ব ক্রিকেটের প্রতিটি স্তরে যা যা করা প্রয়োজন, সেটাই করছে তাঁরা।’

বিশ্ব ক্রিকেট কিভাবে ওয়েস্ট ইন্ডিজকে পিছিয়ে দিচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আগের মতো শক্তিশালী করে তোলাটা অসম্ভব নয়। তেমনি আইসিসি থেকে আরেকটু আর্থিকভাবে সাহায্য পাওয়াটা বড় কোনো বিষয় নয়। আইসিসি হয়তো ফান্ড বাড়িয়েছে, কিন্তু আমাদের লভ্যাংশের হার সাত শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে এনেছে। এটা আমাদের আরও বড় বাঁধার কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.