ভারতের আলোচিত ‘মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে’ সাকিব আল হাসানের বোনের নাম!

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে ভারতের একটি বেটিং অ্যাপ মামলার তদন্তে। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বরাতে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং তার তদন্ত শুরু হলে অনেকের নামই বেরিয়ে আসে। সেখানে বেটিং অ্যাপ মামলার তদন্তে সাকিবের বোনের নামও উঠে আসে।

তদন্তের এক পর্যায়ে মহাদেব বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত থাকা দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির নাম উঠে আসে। এরপরে তাদের গ্রেফতার করা হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, সুরুজ বাংলাদেশে ‘11wicket.com’ নামক একটি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ শুরু করেন। আর এখানে তার সঙ্গে যুক্ত হন সাকিবের বোন জান্নাতুল হাসান। 

দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। অভিযোগ ছিল নির্বাচনের সময় সংযুক্ত আমিরাত থেকে বিপুল অর্থ প্রদান করে ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করত এই বেটিং অ্যাপ। মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের বিলাসবহুল বিয়েতে বলিউডের একঝাঁক তারকার যোগদানের ঘটনা প্রথম এই অ্যাপের বিষয়ে মানুষের নজর কাড়ে। অ্যাপের প্রোমোটারদের বিরুদ্ধে প্রায় ছয় হাজার কোটি রুপি পাচারের অভিযোগ ওঠে। এরপরেই গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। ইডির তদন্তের শুরু থেকেই বারে বারে উঠে এসেছে একাধিক বলিউড সেলিব্রেটি থেকে একাধিক রাজনীতিবিদদের নাম। 

সম্প্রতি ইডির পক্ষ থেকে দাবি করা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা।

অ্যাপটির প্রবর্তক, সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল ছিলেন ভিলাইয়ের ফল বিক্রেতা, লকডাউনের সময় অ্যাপটি প্রবল জনপ্রিয়তা পেলে রকেট উত্থান হয় তাদের। অভিযোগ ওঠে অ্যাপের মাধ্যমে বেআইনি অর্থপাচারের। ভারতে গ্রেপ্তারি এড়াতে এসময় ছত্রিশগড় ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে থাকতে শুরু করেন তারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.