ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তার জন্য থাকছে ‘স্নাইপার’

বিশ্বকাপকে ঘিরে জঙ্গি হামলার হুমকি দেওয়ায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামটিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক পুলিশ। শুধু তা-ই নয়, ম্যাচের সময় মাঠের চারপাশে গোপনস্থানে ওঁৎ পেতে থাকবে স্নাইপাররা।

নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। নিউইয়র্কে অনুষ্ঠেয় ম্যাচগুলো যেন কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে বড় অভিযান চালাবে পুলিশ।

নিরাপত্তা ব্যবস্থায় বিশেষজ্ঞ স্নাইপারদের নিয়ে নিয়োজিত থাকবে সোয়াট টিম। এছাড়া মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবেন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। টুর্নামেন্ট নির্বিঘ্নে শেষ করতে নিউইয়র্ক পুলিশ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি টিম ও অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে নাসাউ পুলিশ।

এছাড়া সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে মাঠের পাশে থাকা পার্কটিতে আগামী ৮ দিনের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

দর্শকদের এয়ারপোর্টের ন্যায় কঠিন নিরাপত্তা বলয় পাড়ি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে।

নিউইয়র্কের সদ্য তৈরি হওয়া ৩৪ দর্শক আসনের স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ । প্রথম ম্যাচে এখানে আজ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুন। এর  আগে আগামী ১০ জুন এ মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ৩০ মিলিয়ন ডলার ব্যয় করে তৈরি করা হয়েছে এই নাসাউ কাউন্টি স্টেডিয়াম। যা বিশ্বকাপের পর সরিয়ে ফেলা হবে।  

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.