চীনা তাইপের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

প্রথমবারের মতো সেরা একাদশের বাইরে থাকলেন সাবিনা খাতুন। তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতি সত্ত্বেও প্রথমার্ধে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ভালোই লড়াই করল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। শেষ দিকে বদলি নেমে ছাপ রাখতে পারলেন না সাবিনাও। দ্বিতীয় প্রীতি ম্যাচেও মেয়েরা পেল হারের তেতো স্বাদ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে একই ভেন্যুতে ৪-০ ব্যবধানে হেরেছিল পিটার বাটলারের দল।

শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে চাইনিজ তাইপে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ান সতীর্থের কাট ব্যাক থেকে কোনাকুণি শটে পরাস্ত করেন রুপনা চাকমাকে।

একটু পর দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে মনিকা চাকমার দূরূহ কোণ থেকে নেওয়া শট জমে যায় চাইনিজ তাইপে গোলরক্ষকের গ্লাভসে।

বিরতির আগ পর্যন্ত রক্ষণ জমাট রেখে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার জন্য চাপ বাড়াতে থাকে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে। ৫৩তম মিনিটে দলটির মিডফিল্ডার ই-উন সুর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।

সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশ উপরে উঠে খেলতে থাকে। সুযোগও তৈরি হয়। ৬৫তম মিনিটে ঋতুপর্না চাকমার ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। মনিকা চাকমার দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর শামসুন্নাহার সিনিয়রের ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা বাড়ান শামসুন্নাহার জুনিয়র।

৭৬তম মিনিটে ঋতুপর্নার শট যায় বাইরে। দুই মিনিট পর তহুরা খাতুনকে তুলে সাবিনাকে নামান বাংলাদেশ কোচ। ৮৯তম মিনিটে বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।

এদিকে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার বেঞ্চে থেকে ম্যাচ দেখতে হল সাবিনার। এছাড়াও প্রথম ম্যাচ থেকে এদিন চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।     

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাবিনার বাঁকানো কর্নার ফিস্ট করে ফেরান গোলরক্ষক। এর পরপরই বাজে ম্যাচ শেষের বাঁশি। গত বছরের এশিয়ান গেমসের পর এই প্রথম টানা দুই ম্যাচ হারল মেয়েরা। ওই আসরে জাপান ও ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.