টস জিতে ব্যাটিংয়ে ভারত

টসে মুদ্রা ছোড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। টেলস কল করেন রোহিত শর্মা। টস জিতে ভারতের অধিনায়ক আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দক্ষিণ আফ্রিকাও একই একাদশ নিয়ে খেলবে।

সাত মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ভারত। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি রোহিত শর্মার দল। ২০১১ সালের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা কি পারবে ১৩ বছরের আক্ষেপ ঘুচাতে? বেশ দাপটের সঙ্গে এবারের ফাইনালে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা, যারা প্রথমবার যে কোনও ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেছে। বারবাডোসে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয়েছে দুই দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), আইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, তাবরাইজ শামসি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা।

মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতার আগে টস হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ফ্যাক্টর ও এর পরিসংখ্যান দেখে নেওয়া যেতে পারে।

এই ভেন্যুতে ২৯টি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে টস জয়ী দল ম্যাচ জিতেছে ১৮ বার। টস জিতে ১৩ বার আগে ব্যাটিং নিয়ে জয় পেয়েছে ১০ টি-টোয়েন্টি। অন্যদিকে ১৯ বার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ জিতেছে আটটি, হার ৯ বার।

চলতি বিশ্বকাপে ফল পাওয়া ছয় ম্যাচের মধ্যে টস জয়ী দল খেলায় জিতেছে তিন বার। আট ম্যাচের মধ্যে অধিনায়কেরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিন বার, আর রান তাড়া করতে চেয়েছেন পাঁচ বার। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিন ম্যাচে একবার জয় দেখেছে টস জয়ী দল। আর পাঁচ ম্যাচে রান তাড়া করতে নামা দল জিতেছে তিন বার।

এই আসরে বারবাডোসের এই ভেন্যুতে ওমান বনাম নামিবিয়ার ম্যাচটি টাই হয়েছিল। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.